স্টাফ রিপোর্টার: হুসাইন আহমাদ
মরণব্যাধি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪৭ জন মানূষ মৃত্যু বরন করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে সর্বমোট করোনায় মৃত্যু বরন করেছেন ২ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ হাজার ৬৬৬ জনের করোনা আক্রান্তের শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন মানুষ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫৮০ জন,এবং সর্বোমোট দেশে সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন করোনা আক্রান্ত রোগী।
আজ রোববার ১৩ জুলাই ২০২০) দুপুরের দিকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।