Our Times News
সরকারি হিসেব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে
প্রায় ১১ হাজার মানুষ আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন।
এর মধ্যে সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করেন। আত্মহত্যাকারীদের মধ্যে বেশির ভাগই অল্পবয়সী নারী।
ঝিনাইদহ জেলাতে এখন সরকারি ও বেসরকারিভাবে আত্মহত্যার প্রবণতা ঠেকাতে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।
আত্মহত্যা প্রতিরোধে কাজ করা এই সংস্থা গুলির মধ্যে অন্যতম সংস্থা হচ্ছে,সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজ সোভা অন্যতম।
আত্মহত্যা প্রতিরোধে কাজ করা এই সংস্থাটির প্রধান নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঝিনাইদহ জেলাতে প্রতি বছর গড়ে প্রায় চারশর মত মানুষ আত্মহত্যা করে মারা যান।
এই ঝিনাইদহ জেলাতে ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩,হাজার ১৫২ জন নারী ও পুরুষ আত্মহত্যা করে মারা যান। ঠিক একই সময়ের মধ্যে সেখানে আত্মহত্যা করে মৃত্যুর চেষ্টা করেছেন অন্তত ২২ হাজার ৬৭৫ জন মানুষ।