আওয়ার টাইমস নিউজ।
বিশ্ব ইজতেমার খবর: নিজস্ব প্রতিবেদক হুসাইন আহমদ।
সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ২০২৩ বিশ্ব ইজতেমা।
আজ রবিবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় থেকে ৫৬ তম বিশ্ব ইজতেমার মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা কারী জুবায়ের আহমাদ।
এদিকে সকাল ১০টা থেকে শুরু হওয়া মোনাজাত চলে ১০ টা ২৩ মিনিট পর্যন্ত। মোনাজাতে অংশ নেন দেশ ও বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিগণ। মোনাজাতের সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানকে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে দেখা যায়। এবং এই সময়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীর। অশ্রুজলে বুক ভাসিয়ে দেয় বিশ্ব ইজতেমায় আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান।
মুনাজাত শেষে লাখো মুসল্লি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে ইজতেমার ময়দান ত্যাগ করতে থাকে।