মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান!

0

আওয়ার টাইমস্ নিউজ।
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী ৩১ই মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে জমজমাট এই টুর্নামেন্টটি। এরপর আবার কয়েক মাস পরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এবারের ঢাকা প্রিমিয়ার লিগের আসরটি হবে টি-টোয়েন্টি আকারে।

যার ফলে এবারের আসরে খেলার কথা রয়েছে জাতীয় দলের সকল ক্রিকেটারদের। এরই ধারাবাহিকতায় এবারের আসরে মোহামেডানের হয়ে মাঠে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

জানা গিয়েছে, এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মোহামেডানের পক্ষ থেকে ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে ফিরে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ১৮ মে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে