Our Times News
ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস ওয়াই নেট টিভিকে বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার (২০শে জানুয়ারী) আগে আরো একটি মুসলিম দেশকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দেওয়া হয়েছে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি। তেল আবিবের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পঞ্চম দেশ কোনটি হতে যাচ্ছে, সে বিষয়ে আমেরিকাই ঘোষণা দেবে। প্রধানত দুটি দেশ আগ্রহী। একটি হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ। তবে সেটি সউদী আরব নয়। দ্বিতীয় দেশটি পূর্বে অবস্থিত এবং সেটি কোনো ছোটখাটো মুসলিম দেশ নয়। অবশ্য সেটি পাকিস্তানও নয়।
আকুনিসের এ মন্তব্যের পর, পারস্য উপসাগরীয় দেশ হিসেবে ওমানের নামটি বড় হয়ে দেখা দিয়েছে।
উল্লেখ্য, আগস্ট থেকে এ পর্যন্ত ৪টি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে – সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। সূত্র: ওয়াই নেট টিভি ও পার্সটুডে।