আওয়ার টাইমস্ নিউজ।
কথা আছে মাছে ভাতে বাঙালি। আমাদের বাঙ্গালীদের ভাতের সাথে এক বেলা মাছ না হলে যেন চলেই না। তাইতো আমাদের দেশের নদীনালা খাল বিলে পাওয়া যায় হরেক রকমের মাছ। এবার সিলেটের জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে চার মণ ওজনের একটি বাঘা আইড় মাছ। এই মাছটি আমাদের দেশে প্রায় বিলুপ্তের পথে খুব একটা পাওয়া যায় না।
জানা গিয়েছে, গতকাল শুক্রবার (৭ই মে) সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। জেলেরা জানিয়েছে তাদের জালে ধরা পড়া মাছটির ওজন সাড়ে চার মণ।
এ বিষয়ে আরও জানা গিয়েছে,আজ শনিবার সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে তোলা হয়েছে। মাছটি দেখার জন্য সেখানে বহু মানুষ জড়ো হয়েছে।
মাছটির বিক্রেতা বেলাল জানিয়েছেন, ক্রেতাদের কাছে সাড়ে ৪ মণ ওজনের মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার মতো ক্রেতা না থাকায় দুপুর ২টায় কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।