আওয়ার টাইমস্ নিউজ।
গত কিছুদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মামুনুল হককেও গ্রেপ্তার করলো পুলিশ।
আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
মামুনুল হকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম গণমাধ্যম গুলোকে বলেন,”২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত এর আগে, গত বছর ভাস্কর্য বিরোধিতা এবং ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে রাষ্ট্রদ্রোহ করা মামলা হয়েছিল। মূলত এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।