আওয়ার টাইমস্ নিউজ।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ভোট হবে কয়েক ধাপে। তারই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল প্রথম দফায় দেশের ৩২৩-টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোর ভোটের সাথে ৯টি পৌরসভার ভোট গ্রহণও অনুষ্ঠিত করা।
এসব ইউনিয়নের ভোট গ্রহণের কথা উল্লেখ করে ইসি সচিব হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইভিএমে ভোট হবে। সেদিন ৯টি পৌরসভাতেও ভোট হবে ইভিএমে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে গতকাল বুধবার ইসি সচিব এ তথ্য জানান।
তিনি আরো বলেন, চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। প্রথম ধাপের নির্বাচনের পর পরবর্তী ধাপগুলোর ভোট হবে রমজানের পরে।দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩ ইউপিতে ভোট ১১ এপ্রিল হবে। সেই লক্ষ্যে মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।