রিপোর্টার: মোরশেদ আলম
অসুস্থতা জনিত কারণে হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশে প্রবীণ আলেমেদ্বীন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী সাহেব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী। তিনি জানিয়েছেন হুজুর কে বার্ধক্যজনিত কিছু অসুস্থতার জন্য তাকে হাসপাতালে আনা হয়েছে। মূলত চেকআপের জন্য হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসকরা তাকে আপাতত আইসিইউতে রেখেছেন। ১০৩ বছর বয়সী এই আলেমকে সর্বশেষ গত ৭ জুন চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষ ১৬ জুন তিনি পুনরায় হাটহাজারী মাদরাসায় ফিরে যান।