আওয়ার টাইমস্ নিউজ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাজী সেলিমের করোনা রিপোর্ট পজেটিভ ও হাসপাতালে ভর্তির বিষয়ে হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, সোম ও মঙ্গলবার টেস্ট করানোর পর সাংসদের করোনার পজিটিভ রেজাল্ট আসে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।