কেউ অসুস্থ হয়ে মারা গেলে সরকারের কিছু করার থাকে না: শেখ হাসিনা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য। কেউ অসুস্থ হয়ে মারা গেলে সরকারের কিছু করার থাকে না। মৃত্যু কারও কাম্য নয়। কিন্তু সেটাকে ঘিরে বিশৃঙ্খলা করা ঠিক না।”

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার বক্তব্য দেওয়ার সময় দেশের সকল জনগণদের ধন্যবাদ জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শেখ হাসিনা আরো বলেন,আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য।মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আর এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নত দেশের কাতারে বাংলাদেশ। এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের বলে জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে