দ্বিতীয়বারের মতো আবারও ঘাতক করোনায় আক্রান্ত বেগম জিয়া!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশে বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিনিয়তই এই ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এ ভাইরাসের আক্রমণে এক পর্যায়ে অচল হয়ে পড়েছে চিকিৎসাব্যবস্থা। বেশ কিছুদিন ধরেই এ ভাইরাসের তাণ্ডবে আক্রান্ত হচ্ছেন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিরা। এরমধ্যে গত কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এবার দ্বিতীয়বারের মতো আবারও বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে,তিনি ছাড়াও তার বাসার আরও তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন,তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

গতকাল শনিবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমগুলোকে এসব কথা জানান বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী।

প্রসঙ্গত,গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। গুলশানের ভাড়া বাসার একটি রুমে চিকিৎসা চলছে বিএনপি নেত্রীর।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে