ফেসবুকে ভাস্কর্য নিয়ে স্টাটাস দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিস্কার !

0

নিজস্ব প্রতিবেদক।

ভাস্কর্যের পক্ষে ও বিপক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি কবি জসিম উদ্দিন হল শাখার ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদে এক জরুরী বিজ্ঞপ্তি মোতাবেক জানানো যাচ্ছে যে , সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবির হোসাইন কে (যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন হল ) ছাত্রলীগ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হল।

নিচে তার ফেসবুক স্ট্যাটাসের কিছু অংশ হুবহু তুলে ধরা হলো :

‘‘সেখানে বিদায় হজ্জের ভাষণে রাসূল (সা.) বলেছিলেন :

‘আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি –
১.আল কুরআন
২.আল হাদিস

যদি তোমারা এ দুটোকে আঁকড়ে ধর, তবে তোমরা পথভ্রষ্ট হবে না।’

অথচ আজ আমরা এ দুটার আশেপাশেও নেই , সূরা ফাতিহা পড়তেই ৩২টা দাঁতের মাঝে মহাযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়ে যায়, শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশেও যাওয়া হয় না, উত্তরাধিকারসূত্রে মুসলমান হয়েছি, কুরআন হাদিসের দুই অক্ষর জ্ঞানও নাই,অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি!হারামকে হালাল বানাচ্ছি আর হালালকে হারাম!

তাদের যুক্তিগুলো বেশ দারুণ :

#রহিমুদ্দী মুসলমান, সে নামাজ পড়ে না, তাই আমি নামাজ না পড়লেও চলবে, তাই না??
#ওমুক দেশে, তমুক দেশে ভাস্কর্য আছে, মূর্তি আছে, সুতরাং মূর্তি বানানো সওয়াবের কাজ !!
#ওমুকের ঘরে কুরআন নাই, তাই কুরআন পড়া হারাম!

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে