আওয়ার টাইমস্ নিউজ।
গত রোববার (২৮ মার্চ ) হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।
গতকাল সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে সরকার কে এ আল্টিমেন্টাম দেয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদের নেতারা।
এ মানববন্ধনে নেতা দাবি করেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন ওলামা শেখ ঐক্য পরিষদের নেতারা।