আওয়ার টাইমস্ নিউজ।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীর কাছে শিকারপুরে হরতালকারী হেফজতে ইসলামের হামলায় ওসিসহ ৭ জন পুলিশ ও আওয়ামী লীগের নেত-কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
জানা গিয়েছে আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত সিরাজদিখান থানার ওসি এস এম জালাল উদ্দিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার বেলা ১২টার দিকে হেফাজতের ইসলামের কর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের নিমতলীর কাছে শিকারপুরে ব্যারিক্যাডসহ হরতালের সমর্থনে জড়ো হতে থাকলে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতাল না করতে বলতেই হেফাজতের কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।