আওয়ার টাইমস্ নিউজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ করেছে একাধিক ইসলামী দল।
আজ শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজ শেষে মসজিদের উত্তরগেটে বিক্ষোভ করেন তারা। এসময় মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে স্লোগান দেন ইসলামি দলগুলোর নেতা ও সমর্থকরা, তারা বলেছেন, যে কোনো মূল্যেই হোক রেনবো মোদির আগমন প্রতিহত করার ঘোষণাও দেন তারা।
প্রায় আধঘণ্টায় ধরে বিক্ষোভ করে পুলিশি ব্যারিকেডের মধ্যেই ইসলামী দলগুলোর তাদের কর্মসুচি শেষ করেন। জুমার নামাজের আগ থেকেই পল্টনমোড়ে ও দৈনিক বাংলা মোড়ে কড়া পাহারা বসায় পুলিশ। চারদিক থেকে যান ও জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।