আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গিয়েছেন! (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বুধবার (৩১ মার্চ ) ভোর ৪.৩০ মিনিটের দিকে মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফিরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর, মুফতি ওয়াক্কাসের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী।
জানা গিয়েছে, তার জানাজার নামাজ তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।