আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামীগের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিভিন্ন গণমাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিষয়ে শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এরপর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।