আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২১ বছর বয়সী কলেজছাত্রী পূজা দাস গত ৯ নভেম্বর সকাল থেকে নিখোঁজ ছিলেন। কলেজে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরিবারের অভিযোগ, ঘটনাটি রহস্যজনক, তাই তারা থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ছয় দিন পেরিয়ে গেলেও তরুণীকে খুঁজে পাওয়া যায়নি।
তবে তদন্তে নেমে ভিন্ন সংকেত পেয়েছে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান, পূজার নিখোঁজের ঘটনার পর তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলামের হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে। সেখানে লেখা,
‘আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি। ভালোই আছি।’
পুলিশ জানায়, মেসেজ পাঠানোর পরপরই নম্বরটি বন্ধ হয়ে যায়। ফলে এটি সত্যিই পূজা পাঠিয়েছে নাকি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে তারা মনে করছেন, তরুণী সম্ভবত নিজের ইচ্ছাতেই সঙ্গীর সঙ্গে চলে গেছেন।
পূজা দাস বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী এবং স্থানীয় পরিচিত ব্যবসায়ী পরিবারের সদস্য। নিখোঁজের ঘটনাটি তার ভাই রিমন দাস থানায় রিপোর্ট করেন, তবে এখন তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করছেন।
তদন্ত কর্মকর্তা জানান, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি আরও জটিল হয়েছে। পরিবার থেকেও কার্যকর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। যে কারণে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করছে।
ওসি অলিউল ইসলাম বলেন, আমরা নিশ্চিত হয়েছি, মেয়েটি ভালো আছে। খুব শিগগির তাকে উদ্ধার করা সম্ভব হবে।
তিনি আরও জানান, উদ্ধার হলে প্রকৃত কারণ পরিষ্কার হবে, এটি অপহরণ নাকি স্বেচ্ছায় নিখোঁজ হওয়া।