স্টাফ রিপোর্টার।
নিউইয়র্কে খুন হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ্, মোবাইল অ্যাপ ভিত্তিক রাইড সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা। ফাহিম সালেহের জানাজা রোববার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হয়, তার জানাযার ইমামতি করেন ওয়াপিংগার ফলসের আল নূর মসজিদের ইমাম ওসমানী। জানাজা শেষে ফাহিম শালাহ্ কে দাফন করা হয়, নিউইয়র্ক শহরের উপকণ্ঠে অরেঞ্জ কাউন্টির প্রাচীন কবরস্থানে।
নিরাপত্তাজনিত কারণে ফাহিম সালেহের এর জানাজায় আগে থেকেই গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিষেধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত সেখানকার টেলিভিশনের এক নারী সাংবাদিক উপস্থিত ছিলেন শুধুমাত্র ফাহিম সালেহের পারিবারিক বন্ধু হিসেবে।