
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে যতদিন স্বৈরাচার হাসিনার ফাঁসি কার্যকর হবে না, দেশ ততদিন স্থিতিশীল হবে না। তিনি শনিবার উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।
আজ শনিবার রাজধানীর উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আয়োজিত ‘খুনি হাসিনার ফাঁসির রায়ের প্রেক্ষিতে শোকরানা সভা ও দোয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, মুজিব-হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস এবং হত্যাযজ্ঞের রাজনীতির নামকরণের ইতিহাস।
তিনি বলেন, “শেখ হাসিনা চেয়েছিলেন বাস্তবে বাকশাল থাকবে, কিন্তু উপরে থাকবে গণতন্ত্রের মুখোশ। মুজিব এবং হাসিনা কখনোই দেশের মানুষের পক্ষে কোনো ভূমিকা রাখেননি। মুজিব একদলীয় স্বৈরাচার বাকশাল প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছিলেন এবং হাসিনা সেই বাকশালের উত্তরসূরি।”
সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, স্বৈরাচার শেখ হাসিনার শেকড় ভারতের সঙ্গে সম্পর্কিত। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সংযোগ এদেশের মানুষের সঙ্গে ছিল না। তিনি বলেন, ২০০৯ সালেই হাসিনাবিরোধী আন্দোলন উৎপত্তি হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। তবে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না।
শোকরানা ও দোয়া অনুষ্ঠানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।





























