আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দামে উল্লেখযোগ্য পরিমাণে পতন ঘটিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি সোনার দামে সাম্প্রতিক পতনের প্রভাব বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
এ ছাড়া
২১ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি হিসাব করতে হবে। গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা পরিবর্তন হতে পারে।
রবিবার থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হবে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৭৭ বার সোনার মূল্য সমন্বয় করা হলো, যার মধ্যে ৫৩ বার দাম বৃদ্ধি এবং ২৪ বার দাম কমানো হয়েছে। আগের বছর ৬২ বার মূল্য সমন্বয় হয়েছিল।