আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। ঘোষিত নতুন মূল্য বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫২ টাকা।
বাজুস আরও জানায়, নির্ধারিত সোনার দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও সংস্থার নির্ধারিত মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি ক্রেতা ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবেই দেশে সোনার দাম বারবার নতুন রেকর্ড গড়ছে।