আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রস্তুত করেছে এবং শিগগিরই তা ঘোষণা করবে। তবে এ পরিস্থিতিতে সংসদ নির্বাচন চান না বলে স্পষ্ট জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সংসদীয় নির্বাচন চাই না। আমাদের মতে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশকে পুনরায় শুরু করতে হবে। তখন যে দল ম্যান্ডেট পাবে, সেই দলই দেশ পরিচালনা করবে।”
তিনি মনে করেন, বর্তমানে প্রস্তাবিত সনদে কার্যকর কিছু নেই। তার ভাষায়, “এতে অনেক নোট অব ডিসেন্ট, অতিরিক্ত সমঝোতা ও দলীয় চাপ রয়েছে। তাই এর ওপর আস্থা রাখা যাচ্ছে না।”
সামান্তা শারমিন আরও বলেন, “গণপরিষদ ছাড়া অন্য কোনো নির্বাচনের মাধ্যমে সংবিধানের এতগুলো ধারা পরিবর্তন করা সম্ভব নয়। যদি পুরোনো ব্যবস্থাই থাকে, তাহলে কোর্টের মাধ্যমে যেকোনো সময় সবকিছু বাতিল হয়ে যেতে পারে। তাই গণপরিষদ নির্বাচনই একমাত্র পথ।”
তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ পুরোপুরি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবাধীন। ফলে সংসদীয় ব্যবস্থায় টেকসই পরিবর্তন সম্ভব নয়।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপির মনে হচ্ছে সংসদীয় নির্বাচনের দিকেই সবাইকে ঠেলে দিলে তাদের লাভ হবে। কিন্তু গণপরিষদ নির্বাচন ভিন্ন। সেখানে ম্যান্ডেট থাকবে সংবিধানকেন্দ্রিক, টিউবওয়েল বসানো বা উন্নয়নমূলক কাজ দিয়ে ভোট কেনা যাবে না।”
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের ঘোষণার প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও, সেটা গণপরিষদের উদ্দেশ্যেই হতে হবে। কেবল সংসদ নির্বাচন হলে তা জনগণের অভ্যুত্থানের লক্ষ্য পূরণ করবে না।”