অনভিজ্ঞ দুর্বল উইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন বাংলাদেশ!

0

নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনভিজ্ঞ ও দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্ট ম্যাচে ৩ উইকেট হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কাইল মায়ারের ডাবল সেঞ্চুরির কাছে আত্মসমর্পন করেছে টাইগারর বাহিনী বাংলাদেশ ৩৯৫ রানের বিশাল লিড দিয়েও হেরেছে ৩ উইকেটে।

অভিষিক্ত কাইল মায়ার্স ২১০ রান করে দলকে ম্যাচ জিতিয়ে ফিরেছেন। তার সঙ্গে চতুর্থ ইনিংসে ২১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের সাহস দেন এনক্রুমাহ বোনার। তিনি করেন ৮৬ রান। তারা এশিয়ার মাটিতে অভিষিক্ত জুটি হিসেবে চতুর্থ ইনিংসে গড়েন দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। চতুর্থ ইনিংসে প্রায় চার শ রান করা বিশ্বের যে কোনো দলের জন্যই কঠিনতম কাজ। চারদিন খেলা শেষে উইকেট ক্ষতবিক্ষত হয়ে যায়। তার ওপর স্পিন ট্র্যাকে রাজত্ব করেন বোলাররা। উইন্ডিজ দলটিতে বড় কোনো তারকা নেই। ওয়েস্ট ইন্ডিজ দলের সেই অনভিজ্ঞ খেলোয়াড়ের কাছেই হারতে হলো মমিনুল বাহিনীকে !

এর আগে আজ রোববার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয়। জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্যে নেমে চতুর্থদিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে সফরকারীরা। চট্টগ্রামের ভেঙে যাওয়া উইকেটে টাইগার স্পিন ত্রয়ীর সামনে পঞ্চমদিন বাকি রান তোলা ছিল অসাধ্য সাধন। কিন্তু সেটাই ক্যারিবীয়রা করে দেখিয়েছেন।

মেয়ার্সের ডাবলের পর ২০ রান করা জসুয়া ডি সিলভাকে বোল্ড করে মাঠ ছাড়া করেন তাইজুল। তখন উইন্ডিজ জয় থেকে মাত্র ৩ রান দূরে। শেষদিকে একটু বেকায়দায় পড়ে যায় ক্যারিবীয়রা। কেমার রোচকে (০) রানে ফেরত পাঠান মিরাজ। উইকেটে আসেন তারকা স্পিনার রাকিম কর্নওয়াল কিন্তু ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গিয়েছে।

মিরাজ প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ধসিয়ে দেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।



একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে