Our Times News
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকা ও বরিশালের মধ্যকার কোয়ালিফাই এর প্রথম ম্যাচে মাঠে মেজাজ হারানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বেক্সিমকো ঢাকার ক্যাপ্টেন মুশফিকুর রহিম।
আজ মঙ্গলবার সকালে মুশফিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
মুশফিক লিখেন; “সবাইকে আসসালামু আলাইকুম,সর্ব প্রথম আমার সমস্ত ভক্ত এবং দর্শকদের কাছে গতকাল ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া সেই ঘটনার জন্য আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। ইতোমধ্যে খেলার পর সতীর্থ নাসুমের কাছেও বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি।