অবশেষে জানা গেল সাকিব আল হাসানের পুত্রের নাম!

0

আওয়ার টাইমস্ নিউজ।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলার প্রান সাকিব আল হাসান। দুই কন্যা সন্তানের পর এক পুত্রসন্তান এসেছিল সাকিব-শিশিরের ঘরে। সাকিব আল হাসানের দুই কন্যার নাম জানা গেলেও জানা যায়নি তাঁর পুত্রের নাম।

অবশেষে জানা গেলো সাকিবের ছেলের নাম। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন একমাত্র ছেলের নাম।

সাকিব আল হাসান তার পুত্র সন্তানের কথা উল্লেখ করে নিজের ফেইসবুক পেজে লিখেছেন, “আমাদের ছেলে আইজাহ আল হাসানের আজ এক মাস পূর্ণ হওয়ায় অনেক শুভেচ্ছা। তুমি আমাদের ছোট পরিবারকে পরিপূর্ণ করেছো। তুমি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। তোমাকে পেয়ে তোমার বোনেরা অনেক খুশি। তুমি আমাদের পরিবারে ছোট্ট বন্ধু। আলহামদুলিল্লাহ।”

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে