অবশেষে বিশ্বকাপ ক্রিকেটের দল সংখ্যা বাড়ালো আইসিসি!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্ব ক্রিকেটের আসর গুলোর মধ্যে সবচেয়ে বড় এবং জমকালো আসর হিসাবে পরিচিত বিশ্বকাপ ক্রিকেট। কিছু বছর পর পর নির্দিষ্ট সংখ্যক দল নিয়ে আইসিসির নিয়ম অনুযায়ী শুরু হয় এই টুর্নামেন্টটি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল আইসিসি তাদের বিশ্বকাপের দল সংখ্যা বাড়াবে। এবার অবশেষে বিশ্বকাপ ক্রিকেটের দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ বিষয়ে জানা গিয়েছে গতকাল মঙ্গলবার আইসিসির এক বিশেষ বোর্ড মিটিং হয়। ওই বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর গণমাধ্যমগুলোকে এসব তথ্য নিশ্চিত করেছে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

আইসিসির ঘোষনা অনুযায়ী আগামী ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নেবে। যা ২০২৪ সাল থেকে শুরু হয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিতে পারবে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে