অভাগা ইমরুলের ভাগ্যই কি বরন করতে যাচ্ছে তরুণ হার্ডহিটার ব্যাটসম্যান নাইম শেখ?

0

আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান এক তরুণ ক্রিকেটারের নাম নাঈম শেখ। ফরিদপুরে এই প্রতিভাবান ছেলে নিজের প্রতিভা দিয়েই ঢুকেছিলেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাঈম শেখের। ভারতের বিপক্ষে চমৎকার ব্যাটিং করে তিনি তার জাত চিনিয়ে ছিলেন। কিন্তু তারপর বঙ্গবন্ধু কাপে একটি সেঞ্চুরি করার পরেও ওয়েস্ট ইন্ডিজের সাথে মূল স্কোয়াডে জায়গা হয়নি নাঈম শেখের।

তারপর নিউজিল্যান্ড সফরে আবার ডাক পেলেন নাঈম শেখ। নির্বাচকেরা তাকে মূল স্কোয়াডেও রেখেছিলেন। কিন্তু দুর্ভাগা নাঈম শেখের তিন ম্যাচের এক ম্যাচেও একাদশে জায়গা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওডিআইয়ের এক ম্যাচেও ভালো খেলতে পারেনি সৌম্য সরকার ও লিটন দাস। তারপরও শ্রীলংকার বিরুদ্ধে মূল স্কোয়াডে জায়গা হলো তাদের। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো খেলার পরেও মূল দলে জায়গা হয়নি নাঈম শেখের।

প্রস্তুতি ম্যাচেও পেয়েছেন রান পেয়েছেন নাঈম শেখ। ৪৩ বলে ৩৮* রান করে স্বেচ্ছায় অবসরে যান তরুন এই ক্রিকেটার। আরো একবার হাসলো তাঁর ব্যাট। কিন্তু আবারো সেই একই কাহিনীর পুনরাবৃত্তি। মুল স্কোয়াডে এবারো জায়গা হয়নি তাঁর। এবার নাইম শেখকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। তাই বলা যায় বিসিবির সু-নজরে না থাকার কারণে অকালে হারিয়ে যাচ্ছে নাঈম শেখের মতো আরো এক প্রতিভাবান ব্যাটসম্যান।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে