Our Times News
বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এখন মহাভারতের দখলে। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ে মাএ ৩৬ রানে ৯ উইকেট হারায় কোহলির ভারত! এরপর ইনজুরি হয়ে পেস বোলার শামি মাঠ ছাড়লে ভারতীয় ইনিংস শেষ হয়ে যায়। এর ফলে বিশ্ব টেস্ট ক্রিকেটের এক লজ্জার সাক্ষী হলো পাশের দেশ ভারত! এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোরটি ছিল ৪২ রানের।
১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে মাএ ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। ঠিক সেবারও দ্বিতীয় ইনিংসেই ভারতীয় ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের বিধ্বংসী বোলিং তোপে দুমড়ে-মুচড়ে যায়! সেই লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ভারত ৩০২ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪২ রানে শেষ হয়ে ভারতের ইনিংস! এবারের মত ঠিক তখনও ভারতের ৯ উইকেট পড়েছিল। তখন শামীর মতো ইনজুরি হয় মাঠ ছাড়ে ভগবত চন্দ্রশেখর। এবার কোহলি বাহিনী ৪২ রানের সেই লজ্জার রেকর্ড ভেঙে ৩৬ রানের লজ্জাজনক সর্বনিম্ন স্কোর করে নতুন লজ্জার বিশ্ব রেকর্ড গড়লো! শেষ খবর পাওয়া পর্যন্ত মাএ আড়াই দিনে ইনিংস ও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারলো ভারত।