আগামীকাল লঙ্কা বধে মাঠে নামবে টাইগাররা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন আগেই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে শ্রীলংকার বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলতে সেখানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলংকার সাথে প্রথম টেস্ট ড্র করার পর আগামীকাল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময় আগামীকাল ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে সকাল ১০:৩০ মিনিটে। এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। এই বিষয়ে জানা গিয়েছে,পেসার ইবাদাত হোসেনের পরিবর্তে দলে জায়গা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা পঞ্চগড়ের তরুণ পেসার শরিফুল ইসলামের।

চলুন এক নজরে দেখে নেই দুই দলের স্কোয়াড:

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বী এবং শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা,ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুণারত্নে, লাকসা সান্দাকান, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানাকা ও প্রবীন জয়াবিক্রমা।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে