আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন আগেই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে শ্রীলংকার বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলতে লংকা গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলংকার সাথে প্রথম টেস্ট ড্র করার পর গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ফিফটি পূরণ করেন তামিম ইকবাল। ফিফটি পূরণ করার পর দর্শকরা যখন আশায় মেতেছিলেন তামিমের আরও একটি সেঞ্চুরির অপেক্ষায়। ঠিক তখনই আবারো টানা দ্বিতীয় টেস্টে নব্বইয়ের ঘরে এসে আউট হলেন তামিম ইকবাল। তামিম আউট হলেন ১৫০ বল খেলে ৯২ রান করে।
এর আগে, শ্রীলংকার সাথে এই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি আশা জাগিয়েও নব্বইয়ের ঘরে এসে কাটা পড়েছিলেন তামিম। তামিম আজকের অর্ধশতকটি নিয়ে শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে সাতটি হাফ সেঞ্চুরি পূরণ করলেও এখনো পর্যন্ত কোনো সেঞ্চুরির দেখা পাননি দেশ সেরা এই ওপেনার।