নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর টি-টোয়েন্টি কাপ শুরু হতে যাচ্ছে। উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
ধুম ধারাক্কা ছয় চারের এই টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা বনাম নাজমুল হোসেন শান্ত অল মিনিস্টার গ্রুপ রাজশাহী।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ইতিহাসের নতুন স্পোর্টস টিভি চ্যানেল ‘টি স্পোর্টস’। এছাড়াও সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। আজ বেলা দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের প্রথম ম্যাচটি।