আওয়ার টাইমস্ নিউজ।
কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্ব। এবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি শুরু করতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
আজ মঙ্গলবার গণমাধ্যমগুলোকে এসব কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে আরও জানা গিয়েছে, মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে পাচ দিনের হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।
এ বিষয়ে জেমি ডে জানিয়েছেন,”বাংলাদেশে ফিরতে পেরে তিনি খুশি। যেখান থেকে কাজ থেমেছিল, সেখান থেকেই নতুন করে ছেলেদের সঙ্গে ফের কাজ শুরু করতে চান তিনি এবং আসন্ন তিনটি ম্যাচে ভালো ফলাফল করার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন এই ব্রিটিশ কোচ।