নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: বেশ কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফর আসলেও চলমান ঘাতক করোনাকে কারণ হিসেবে দেখিয়ে দলের সাথে বাংলাদেশে আসেনি কাইরন পোলার্ড।
উইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান বাংলাদেশ সফরে না এলেও চলতি মাসের ২৮ জানুয়ারি থেকে আবুধাবিতে হতে যাওয়া টি-টেন ক্রিকেট লিগ খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন উইন্ডিজের এই অধিনায়ক।
এক বার্তায় কাইরন পোলাড টি-টেন লিগকে উত্তেজনাকর ও রোমাঞ্চকর বলে মন্তব্য করেন। এই ফরম্যাটটি তার ক্রিকেটের স্টাইলের সাথে মানানসই বলে জানান তিনি। পোলার্ডসহ মোট ১২ জন খেলোয়াড় বাংলাদেশ সফর থেকে সড়ে দাঁড়ান। তবে জাতীয় দল থেকে দূরে থাকলেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি পোলার্ড।
কাইরন পোলার্ড যেখানে টি-টেন লিগ নিয়ে ভাবছেন তখন তার দল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসে নাকানি চুবানি খাচ্ছে। কাইরন পোলার্ড টি-টেন ক্রিকেটে ডেকান গ্লাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।