আওয়ার টাইমস্ নিউজ।
কিছুদিন আগেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেখানেই তৃতীয় সন্তান জন্ম নিবে সাকিব-শিশিরের ঘরে।
এতদিন ভক্তদের অজানাই ছিল সাকিব আল হাসান কবে আমেরিকায় যাবেন। জানা যায় আজ রোববার ভোরের দিকে আমেরিকার উদ্দেশ্যে নিজের মাকে নিয়ে যাত্রা করেছেন সাকিব। জানা গিয়েছে সকিব ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছেন।
উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। আগামী মাসের শুরুর দিকেই পৃথিবীর বুকে আসার সম্ভাবনা সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান।