নিজস্ব প্রতিবেদক।
আয়ারল্যান্ডের তারকা ওপেনার পল স্টারলিং এর ব্যাটিং তাণ্ডব দেখে বোঝাই যাচ্ছিল, আজ তারা ইংল্যান্ডকে ২০১১ বিশ্বকাপের সেই কষ্টদায়ক হার আরো একবার উপহার দিবে। বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডকে ৩২৭ রানে বেঁধে রেখেছিল আয়ারল্যান্ড, এই ম্যাচেও ঠিক ১ রান বেশি করে ৩২৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ডের। আয়ারল্যান্ড দল ৩২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০১১ বিশ্বকাপের মতোই হেসে খেলেই সাত উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।
আইরিশরা এনিয়ে দ্বিতীয় বারের মত ইংল্যান্ডের বিপক্ষে তিনশর উপরে রান তাড়া করে জিতলো। তবে আয়ারল্যান্ড সাত উইকেটের বড় ব্যবধানে জিতলেও ইংল্যান্ড আগের দুই ম্যাচে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের পক্ষে সেঞ্চুরি করেন অধিনায়ক এউইন মরগান, তিনি ৮৪ বলে ১৫টি চার ও চার ছক্কায় ১০৪ রান করেন, আয়ারল্যান্ডের পক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরী উপহার দেন বিধ্বংসী ওপেনার পল স্টারলিং। আয়ারল্যান্ড দলের এই তারকা ব্যাটসম্যান, ১২৮ বলে ৯ চার ও ছয় ছক্কায় হাঁকিয়ে ১৪২ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন।