আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক উইন্ডিজ দলকে প্রথম দুই ওয়ানডে ম্যাচে বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে সিরিজ আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ দল।
তাই স্বাগতিক উইন্ডিজ দলের জন্য শেষ ম্যাচটি ছিল বাংলাওয়াশ থেকে বাঁচার ম্যাচ। কিন্তু বাংলাওয়াশ থেকে কোনভাবেই বাঁচতে পারেনি উইন্ডোজ দল। তাইজুল লিটনদের দুর্দান্ত পারফরমেন্স চার উইকেটে হেরে গিয়ে বাংলাওয়াশকেই বরণ করে নিল স্বাভাবিক উইন্ডিজ দল।
প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও টসে হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় পড়ে উইন্ডোজ দল।
দীর্ঘদিন পর ওয়ানডে সুযোগ পাওয়া তাই জন্য বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৭৮ রানে পেকেট হয়ে যায় উইন্ডিজ বাহিনী।
উইন্ডোজ দলকে বাংলাওয়াশ করার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্ধনে পৌঁছে যায় টাইগার বাহিনী। যদিও ষতামিমের সাথে নামা শান্ত ১৩ বল খেলে ১ রান আউট হয়ে যায়। পরে লিটন এসে তামিমের সাথে জুটি বেঁধে জয়ের খুব কাছে পৌঁছে যায়।
লিটন ফিফটি করে আউট হলে কিছুটা বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত সোহান মিরাজের দৃঢ়তায় ৪ উইকেটের জয় পায় টাইগাররা!