Our Times News
উইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেই যাচ্ছে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও উইন্ডিজ কে ইনিংস ব্যবধানে হারিয়ে বিধ্বস্ত করেছে। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনেই আজ সোমবার ব্ল্যাক ক্যাপসরা উইন্ডোজ কে হারিয়েছে ইনিংস ও ১২ রানের ব্যবধানে।
নিউজিল্যান্ডের করা ৪৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে সফরকারীরা তাদের প্রথম ইনিংসে ১০ উইকেটে করেছেন মাত্র ১৩১ রান। এরপর সফরকারীরা ফলোঅন এড়াতে নেমেও কিউই বোলারদের বিপক্ষে খুব সুবিধা করতে পারেনি।
টেস্টের দ্বিতীয় দিনে আলোক স্বল্পতার কারণে দিনের খেলা ২৮ মিনিট আগে শেষ না হলে হয়তোবা তৃতীয় দিনেই দ্বিতীয় টেস্ট জিতে নিতো দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড।
যদিও দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ দল জেসন হোল্ডার ও জশুয়া দ্য সিলভার ৮২ রানের জুটির সুবাদে উইন্ডিজকে লিড নেয়ার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু ২৫২ রানের মাথায় জেসন ৬১ রান ও ৩০৩ রানে সিলভার ৫৭ রান করে আউট হয়ে যাওয়ার ফলে খুব অল্প সময়ের ভিতরে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ইনিংস ও ১২ রানে জিতে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।