আওয়ার টাইমস নিউজ।
বাংলাদেশ দল আজ ভারতকে হারানোর লক্ষ্যে সকালের শুরুটা বেশ ভালোভাবেই করেছিলো। মেহেদী মিরাজের বিধ্বংসী বোলিংয়ে ভারতীয় দলের ৬ উইকেটের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল ৭৪ রানের মাথায়, ফলে মাত্র ৭৪ রানের ৭ উইকেটের পতন দেখে অনেকেই বাংলাদেশের জয়কে সময়ের ব্যাপার মনে করেছিল।
কিন্তু ঠিক ওই সময়েই ব্যাটিংয়ে নেমে রবিচন্দ্র কয়েকটি বল খেলেই মিরাজের বলে হঠাৎ ক্যাচ উঠিয়ে দেয়, কিন্তু ক্যাচটি ধরেও ফেলে দেন মুমিনুল হক। ঠিক এরপর থেকেই খেলার মোমেন্টাম সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়, রবিচন্দ্র আশ্বিন ও আয়ার মিলে ভারতীয় দলকে জয়ের বন্দরে পৌঁছিয়ে দেয়। ফলে তিন উইকেটে হেরে গিয়ে হোয়াইটওয়াশের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
কোন সন্দেহ নেই রবির ওই ক্যাচটি ধরতে পারলেই বাংলাদেশ দল আজ জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। কিন্তু হয়তো আজ বাংলাদেশের দিন ছিল না। তবে বাংলাদেশ দলের প্রশংসা করতে হয়, মাত্র ১৪৫ রানের পূঁজি নিয়েও বাংলাদেশ দল যেভাবে কোহলিদের বুকে কাপন ধরিয়ে দিয়েছে, তা রীতিমতো প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে অল্প রানেও প্রতিপক্ষের বুক মাটিতে লাগানো যায়।