এক ম্যাচ না খেলেই দেশে ফিরছে সাউথ আফ্রিকার মেয়েরা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
দেশে করোণা মহামারীতে মৃত্যু ও আক্রান্ত দুটোই বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ই এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। যার ফলে এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আরও কিছুদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে খেলতে বাংলাদেশে এসেছিল সাউথ আফ্রিকা জাতীয় নারী ক্রিকেট দল। কিন্তু করোনার প্রকোপ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ার ফলে এক ম্যাচ না খেলেই দেশে ফিরেছে তারা।

জানা গিয়েছে, ফ্লাইট জটিলতা এড়াতে আগামীকাল মঙ্গলবার সকালে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশের মেয়েদের সাথে খেলতে এসে মোটেও সুবিধা করতে পারেনি প্রোটিয়া মেয়েরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি ম্যাচ শেষ করেছে প্রোটিয়া মেয়েরা।কিন্তু চার ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি তারা। সবকয়টিতেই জিতেছে বাংলাদেশের মেয়েরা।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে