এবার ছেলে সন্তানের বাবা হলেন সাকিব!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ছেলে সন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এটা সাকিবের তৃতীয় সন্তান। সাকিবের দুই কন্যা সন্তান আছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার সকালের দিকে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নবজাতক এবং মা দুজনই সুস্থ আছেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন সাকিব। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে