Our Times News
এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দেয়ার লক্ষ্য আজ রাত ১০ টায় মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল।
সদ্য করণা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের ফুটবল কোচ জেমি ডে তার শিষ্যদের বলেছেন ম্যাচটা উপভোগ করতে। যদিও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার বাংলাদেশকে যথেষ্ট সমীহের চোখে দেখছে। কাতারের স্প্যানিশ কোচ জানিয়েছেন তারা বাংলাদেশ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিতে চায়। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আশাবাদী এশিয়ান চ্যাম্পিয়নদের থেকে অন্তত ১ পয়েন্ট আদায় করে নিবে টাইগাররা।
দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত১০-টায় সরাসরি দেখাবে টি স্পোর্টস ও বাংলাদেশ টেলিভিশন।