করোনায় বিধ্বস্ত ভারত থেকে আজ দেশে ফিরছেন সাকিব ও মোস্তাফিজ!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ভারতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে মরনব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে ভারতে করোনা ভাইরাসের একটি ধরন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে! যার ফলে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত করে দিয়েছে।

এদিকে আইপিএল খেলতে গিয়ে আটকা পড়া বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে শুরু করেছেন। আর এরই ধারাবাহিকতায় এবার দেশে ফিরছেন আইপিএল খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

সাকিব এবং মোস্তাফিজের দেশে ফেরার কথা রয়েছে, তারা দু’জন আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। আজ গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন, বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

প্রসঙ্গত, দেশে ফিরেই ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব মুস্তাফিজকে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে