আওয়ার টাইমস্ নিউজ।
প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আজ শনিবার নিজের ব্যক্তিগত টুইটারে নিজেই একথা জানিয়েছেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে শচীন লিখেছেন, “আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি।
তার ওই পোস্টে তিনি আরও লিখেছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন।