Our Times News
ডোপিংয়ে পৃষ্ঠপোষকতার অভিযোগে এর আগে রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ডোপিং–বিরোধী সংস্থা (ওয়াডা)। সে শাস্তি কমিয়ে দুই বছর কমিয়ে এনেছে খেলাধুলা নিয়ে মামলা–মোকদ্দমা সমাধানের সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
গতকাল বৃহস্পতিবার দেওয়া রায় অনুযায়ীও
আগামী বছর অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক, ২০২২ সালের প্যারা অলিম্পিক ও কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়া।
রাশিয়ার বিপক্ষে গত বছরের জানুয়ারির ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল।
এ জন্যই গত বছরের ৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের লুজানে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে দেশটিকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। তাদের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএসএসের কাছে আপিল করেছিল রাশিয়া। (সূত্র আলজাজিরা)