রিপোর্টার: সাইফুল ইসলাম।
ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় পাকিস্তান দলের প্রধান কোচের চাকরি হারান দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। সরিয়ে দেয়া হয় অধিনায়ক সরফরাজ আহমেদ ও প্রধান নির্বাচক ইনজামাম-উল হককে।
২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয় মিসবাহ উল হককে। কিন্তু জাতীয় দলকে প্রত্যাশিত ফল এনে দিতে না পারার গ্লানি নিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান মিসবাহও।
এখন কে হবে মিসবাহ-পরবর্তী পাক দলের প্রধান নির্বাচক? সে প্রশ্নে মশগুল দেশটির ক্রিকেটাঙ্গন।
এ নিয়ে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন সাবেক পাক প্রধান নির্বাচক ইনজামাম-উল হক ও সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। তাঁদের ধারণা, ইংল্যান্ডের ক্রিকেটে বেশি সময় কাটিয়েছেন বা ইংল্যান্ডে ক্রিকেট নিয়ে কাজের ভালো অভিজ্ঞতা রয়েছে – এমন কাউকে খুঁজছে পিসিবি।
নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম-উল-হক বলেন: কে হবেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক – এ বিষয়ে আমি আপনাদের একটা সূত্র দিতে পারি যে, ইংলিশ কন্ডিশনে উল্লেখযোগ্য সময় ধরে ক্রিকেট নিয়ে কাজ করেছেন – এমন কাউকেই বোর্ড এ পদের জন্যে নির্বাচন করবে এবং এমন লোকের ওপর বেশি ভরসা পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম আকরামের।
তবে এ ক্ষেত্রে আরেকটু বেশি এগিয়ে গেলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। তিনি টুইটে বলেছেন: এমন ব্যক্তিত্বের একজন আছেন। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মুহম্মদ আকরাম। আমার সোর্স যা বলছে – মুহম্মদ আকরামই হতে যাচ্ছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক। তিনি অনেকদিন ধরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। বর্তমানে পেশওয়ার জালমি দলের ডিরেক্টর। চমৎকার দায়িত্ব পালন করছেন তিনি। তার জন্যে শুভকামনা রইলো। তথ্যসূত্র: পাকিস্তান ক্রিকেট।