আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন আগেই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে শ্রীলংকার বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলতে সেখানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলংকার সাথে প্রথম টেস্ট ড্র করার পর আজ দ্বিতীয় টেস্টে টসে হেরে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ দল।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টার দিকে ম্যাচটি শুরু হয়।
গতকাল থেকেই গুঞ্জন উঠেছিল যে দ্বিতীয় টেস্টে ইবাদত হোসেনের জায়গায় অভিষেক হতে পারে পঞ্চগড়ের তরুণ শরিফুল ইসলামের। এবার সেই গুঞ্জন সত্যি হলো ইবাদত হোসেনের জায়গায় প্রথম টেস্টে অভিষেক হয়েছে শরিফুল ইসলামের।
এই প্রতিবেদনটি লেখার সময় প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকার সংগ্রহ বিনা উইকেটে 66 রান করে লাঞ্চ ব্রেকে গিয়েছে। ক্রিজে অপরাজিত রয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে (৩২) ও দিমুথ করুণারত্নে (৩২)।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।