ক্রিকেটকে চিরবিদায় জানালেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ইয়ান বেল।

0

our times news

সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন ইংল্যান্ডের টপ অর্ডারের ব্যাটসম্যান ইয়ান বেল।

তিনি গতকাল শনিবার ৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে চলতি মৌসুমী ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন না বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ইংলিশ তারকা ক্রিকেটার।

ইংলিশ এই ক্রিকেটার সর্বশেষ ইংল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে, ঠিক একই বছরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ইয়ান বেল। এরপরে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাহিরে আছেন ইংলিশে এই তারকা ক্রিকেটার। গত বছর ২০১৯ সালে ইংলিশ ঘরোয়া মৌসুমে ইনজুরি জনিত কারণে পুরো সময়টাই মাঠের বাইরে ছিলেন এই ক্রিকেটার।

গতকাল টুইট বার্তায় ইয়ান বেল লিখেছেন, ‘ইংল্যান্ড এবং ওয়ারউইকশায়ারের প্রতি আমি চির কৃতজ্ঞ তারা আমার বাল্যকালের স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিয়েছেন।’ আমি আমার পুরো ক্যারিয়ার জুড়েই কাজ করেছি ক্লাবের হয়ে ট্রফি জিততে। আমি ও আমার পরিবার অনেক গর্বিত। আমি আমার ক্লাবের সবার কাছেই কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।

ইয়ান বেল ১৯৯৯ সালে পেশাদার ক্রিকেটে ইংলিশ পেশাদার লিগে অভিষিক্ত হন। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন প্রায় ৩১১টি ম্যাচ। রানো করেছেন ২০ হাজার ৩০০। এবং এছাড়াও ইয়ান বেল জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৬১ একদিনের ম্যাচ, তার ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৪১৬ রান,সেঞ্চুরি আছে চারটি এবং হাফসেঞ্চুরি ৩৫ টি,

ইয়ান বেল ইংল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ১১৮ টি, এতে ২২ টি সেঞ্চুরি সহ মোট রান করেছেন ৭ হাজার ৭২৭।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে