Our Times News
গতকাল সোমবার সাকিবের দল জেমকন খুলনা শক্তিশালী গাজী গ্রুপ চট্টগ্রাম বিপক্ষে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু খুলনার অন্যতম বিশ্ব সেরা অলরাউন্ডার সকিব আল হাসান গত রাতেই যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে টিম হোটেল ছেড়ে চলে যান। এর ফলে অবশ্যই জেমকন খুলনা সাকিবকে উত্তেজনাকর ফাইনালে পাবে না।
সাকিবের হঠাৎ যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কারণ সম্পর্কে খুলনার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকিবের পরিবারে নেমে এসেছে চরম দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের শশুর মমতাজ উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমন কঠিন সময়ে সাকিবকে তার শ্বশুরের পাশে থাকা খুবই জরুরী। এমন দুঃসময়ে খুলনার টিম ম্যানেজমেন্ট সাকিবকে ছাড়পত্র দিয়েছেন।